ত্রয়োবিংশতিতম কাঁথি আদি বইমেলা অনুষ্ঠিত হতে চলেছে ২১ মার্চ বিকাল ৪ঃ০০ টায়। চূড়ান্ত প্রস্তুতিতে সাংবাদিক বৈঠক করে বইমেলার খুঁটিনাটি তথ্য তুলে ধরলেন কর্মকর্তাগণ। এবার বইমেলা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুভ সূচনা হবে। বইমেলা উদ্বোধন করবেন প্রখ্যাত বিজ্ঞানী ও সিএম আই আর ও এম এল এল এর প্রাক্তন ডাইরেক্টর ইন্দ্রনীল চট্টরাজ। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দিয়েছেন মহকুমা শাসক শৌভিক ভট্টাচার্য, কাঁথি পুরপ্রধান সুপ্রকাশ গিরি, জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক, কাঁথির উপ- পুরপ্রধান ডঃ নিরঞ্জন মান্না, প্রাক্তন বিধায়ক ও নাচিন্দা মন্দির কমিটির সভাপতি অনিল মান্না, প্রাক্তন মন্ত্রী চক্রধর মেইকাপ, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, প্রাক্তন বিধায়ক শৈলজা দাস সহ বহু বিদগ্ধ মানুষ। প্রতিদিন সন্ধ্যায় থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। ২২ মার্চ মনীষী দিবস, ২৩ মার্চ শিল্প সাহিত্য দিবস, প্রতিযোগিতা ও কবি শিল্পী সম্মেলন হবে। ২০ মার্চ অর্থনীতি দিবস, ২৫ মার্চ আইন ও সংবিধান দিবস,২৬ মার্চ স্বাস্থ্য ও শিশু কল্যাণ দিবস, ২৭ মার্চ নারী দিবস, ২৮ মার্চ উদ্যোগপতি দিবস ও গুণীজন সংবর্ধনা, ২৯ মার্চ বিজ্ঞান দিবস, ৩০ মার্চ পুরস্কার বিতরণী সভা ও ধর্ম দিবস হিসাবে চিহ্নিত করেছেন। এদিনই বই মেলার সমাপ্তি হবে। সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সভাপতি ক্ষিতীন্দ্রমোহন সাউ, কোষাধ্যক্ষ বিমানবিহারী পায়ড়্যা, সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পাদক প্রদীপ ভট্টাচার্য,সাংস্কৃতিক সম্পাদক ইভা মাইতিসহ-সম্পাদক শান্তনু দত্ত বলেন বর,রমেন সিং, সুদীপ দাস সহ অনেকে।
