কোলাঘাট রূপনারায়ন পল্লীর শহীদ স্মৃতি ভবনে নাট্যোৎসব - ColorNews

Select Language

[gtranslate]
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কোলাঘাট রূপনারায়ন পল্লীর শহীদ স্মৃতি ভবনে নাট্যোৎসব

কেকা মিত্র

অঙ্গন বেলঘরিয়া এ বছর অন্যরূপে অন্য আবেশে উপস্থাপনা করল তাদের “বসন্তে নাট্যোৎসব ২০২৫” গত ১৫ ও ১৬ মার্চ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে রূপনারায়ন পল্লীর শহীদ স্মৃতিভবনে। সামগ্রিক ব্যবস্থাপনায় সহযোগী ছিল ৬৬ তম বর্ষ প্রাচীন কোলাঘাট একাঙ্ক নাটক সমিতি। ইছাপুর আলেয়ার ‘জলরঙে দুর্গা’, চন্দননগর যুগের যাত্রীর ‘রাঙাভাঙা গোলাপ’, উত্তরপাড়া উত্তরায়ণের ‘খেলাঘর’, বেলঘরিয়া গোধূলির ‘আত্মজা’, ইউনিটি মালঞ্চর ‘নিশিকুটুম’ সালকিয়া সব্যসাচীর ‘দি লাস্ট সাপার’ খড়দহ আহিরির ‘জাগিরূহ’ এবং এগরা কৃষ্টিচক্রের ‘এবং নন্দলাল’ এই মোট আটটি নাটক নিয়ে অনুষ্ঠিত হয় এই নাট্যোৎসব। নাট্যোৎসবের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য মন্ত্রী এবং সাহিত্য রসিক বিপ্লব রায়চৌধুরী । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাঙ্ক নাটক সমিতির অভিভাবক কাঞ্চন মুখার্জি, কোলা ইউনিয়ন যোগেন্দ্র বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শ্রীমতি শৈবলিনী বর্মন, কোলা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্য্য। কোলাঘাটের নাট্যমোদী এবং সাধারণ মানুষের মধ্যে এই নাট্যোৎসবকে ঘিরে যথেষ্ট উৎসাহ ও উদ্দিপনা পরিলক্ষিত হয়। নাট্য অনুষ্ঠানের পাশাপাশি অঙ্গন সম্মাননা জ্ঞাপন করে কোলাঘাট নাগরিক সেবা সমিতির সম্পাদক অমিতাভ সরকার, কোলাঘাটের বিশিষ্ট সমাজসেবী নাট্যবন্ধু অসীম দাস, সঞ্চালিকা মহুয়া মন্ডল ও দূরদর্শন ও বেতার শিল্পী দেবারতি চ্যাটার্জিকে। এনারা প্রত্যেকেই অঙ্গন বেলঘরিয়ার এই আয়োজনকে অভিনব এবং সুচিন্তিত প্রয়াস হিসেবে আখ্যা দেন। অঙ্গন বেলঘরিয়ার পক্ষ থেকে পরিচালক অভি সেনগুপ্ত দলের ইতিহাস দিয়ে দু এক কথা বলেন এবং দর্শক মন্ডলী ও সংশ্লিষ্ট সকলকে অঙ্গন বেলঘরিয়ার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read