চম্পকরায়চক কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে দূর্নীতির অভিযোগ - ColorNews

Select Language

[gtranslate]
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চম্পকরায়চক কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে দূর্নীতির অভিযোগ

পূর্ব মেদিনীপুর জেলার গড়বাড়ী -২ অঞ্চলের চম্পরায়চক সমবায় সমিতিতে লক্ষ লক্ষ টাকা দুর্নীতির অভিযোগ উঠলো । স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি এটি দীর্ঘদিন সিপিএম ও টিএমসি পরিচালিত সমবায় সমিতি। এখানে ২০০০ জনের বেশী সদস্য । বিজেপির অভিযোগ বিগত ২০২৩-২৪ আর্থিক বর্ষে সমিতির প্রায় ২ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে । অভিযো সমিতির পরিচালন কমিটি ও ম্যনেজার মনীন্দ্র নাথ ভুঞ্যা যৌথ ভাবে চক্রান্ত করে এই টাকা আত্মসাৎ করেছে।

অভিযোগকারীদের দাবি সমিতিতে তাদের জমাকৃত টাকা ফেরত চাইতে গেলে, টাকা ফেরত পাচ্ছেন না। তাঁদের আরো দাবি কোন সদস্য ২ লক্ষ টাকা জমা রাখলেও সমিটির একাউন্টে দেখাচ্ছে ২৫ হাজার টাকা।অথচ সদস্যের দাবি মত তারকাছে থাকা সমিতির বইতে আপডেট রয়েছে ২ লক্ষ টাকা।

প্রতারিত আন্দোলনকারী গ্রাহকদের দাবি দুর্নীতি ঢাকতে রামকৃষ্ণ বর্মনকে নতুন ম্যনেজার হিসাবে নিয়োগ করা হয়েছে। তারপরেও সদস্যদের টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও টাকা ফেরত না দেওয়ায় সমস্ত মেম্বার ক্ষিপ্ত হয়ে সমিতি ঘেরাও করে।

খেজুরী-৫ মন্ডলের সভাপতি সৌমিত্র সাউ অভিযোগ করেছেন সাধারন মানুষ প্রতারিত হওয়ার পরেও তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি নকুল বর্মন ও পঞ্চায়েত সমিতির সদস্য কার্তিক ভুঁইয়া প্রতারকদের পাশে দাঁড়য়ে প্রতারিত আন্দোলনকারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন । সৌমিত্র বাবুর আরো অভিযোগ বাবা ওই সমিতিতে এক লাখ ২১ হাজার টাকা জমা করলেও সমিতির লেকার বুকে আছে মাত্র ৬ টাকা।হুমকী দিয়েছেন খুব শীঘ্রই এর বিরুদ্ধে তাঁরা বৃহত্তর আন্দোলনে নামবে

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read