জাতীয় সড়কে লরি ধাক্কায় মৃত্যু এক যুবকের - ColorNews

Select Language

[gtranslate]
৯ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতীয় সড়কে লরি ধাক্কায় মৃত্যু এক যুবকের

পূর্ব মেদিনীপুরের হলদিয়া মেচেদা রাজ্য সড়কে বৃহস্পতিবার সকালে মৃত্যু হয় এক সাইকেল আরোহীর যুবকের।

জানা গেছে ভান্ডারবেড়িয়া এলাকায় নিমতৌড়িগামী একটি লরি দ্রুত গতিতে ভান্ডারবেড়িয়া এলাকায় প্রথম একটি মেশিনভ্যান ও একটি সাইকেল আরোহীকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনায় মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর এক যুবকের। গুরুতর আহত অবস্থায় ওই মেশিনভ্যান চালককে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনা জেরে এলাকায় অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ। বেশ কিছু সময় পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং যান চলাচল স্বাভাবিক করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read