পশ্চিমবঙ্গ রাজ্য থেকে এবার “বন্ধন” পর কন্টাই কো-অপারেটিভ ব্যাঙ্ক স্বীকৃতি পেতে চলেছে পূর্ণ ব্যাঙ্কের।সব কিছু ঠিক থাকলে খুব তাড়াতাড়ি পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পেতে পারে উত্তর পূর্ব ভারতের সর্ব বৃহৎ এই আরবান কো অপারেটিভ ব্যাঙ্ক।জানা গেছে এই বিষয়ে আলোচনা করতে আরবিআই গভর্নরের ডাকে সাড়া দিয়ে ইতিমধ্যে মুম্বই উড়ে গিয়েছেন সমবায়ের চেয়ারম্যান তরুণ মাইতি এবং ব্যাঙ্কের সেক্রেটারি অ্যাপোলো আলি।বিষয়টি জানাজানি হতেই কাঁথি শহর জুড়ে খুশীর হাওয়া।৭৫ বছর আগে পূর্ব মেদিনীপুরের কাঁথি থেকে পথ চলা শুরু করা এই সমবায় ব্যাঙ্কের এখন মোট শাখার সংখ্যা ১৬টি। দুই মেদিনীপুর জেলার পাশাপাশি হুগলি, কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে এখন শাখা আছে কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের। পাশাপাশি রয়েছে এটিএম, অনলাইন ব্যাঙ্কিং, ফোন ব্যাঙ্কিং সহ ব্যাঙ্কের একাধিক পরিষেবামূলক কাজকর্ম।আরবিআই সূত্রের খবর, আরবান কো-অপারেটিভ ব্যাঙ্কগুলিকে (ইউসিবি) ‘শিডিউলড’ বা পূর্ণমাত্রার ব্যাঙ্কের মর্যাদা পেতে হলে কমপক্ষে হাজার কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করতে হয়। সেক্ষেত্রে কাঁথির সমবায় ১৩৫০ কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করেছে।একই সঙ্গে আরবিআই নির্ধারিত ‘টিয়ার থ্রি বা ফোরে’র মধ্যে থাকতে হয়। সেক্ষেত্রে কাঁথি সমবায় ব্যাঙ্ক ইতিমধ্যে আরবিআইয়ের টিয়ার থ্রি’র অন্তর্ভুক্ত রয়েছে।। অডিটেও ‘এ’ ক্লাসের শিরোপাও পেয়েছে।উল্লেখ্য এর আগে ১৫০০ কোটি টাকার ডিপোজিট সুনিশ্চিত করে এরাজ্য থেকে পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পেয়েছে ‘বন্ধন ফিনান্সিয়াল সার্ভিসেস প্রাইভেট লিমিটেড’।কন্টাই কো অপারেটিভ ব্যাঙ্কের পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পাওয়ার সম্ভাবনা প্রসঙ্গে এই ব্যাঙ্কের চেয়ারম্যান তরুণ মাইতি বলেন, অনেক আগেই পূর্ণ ব্যাঙ্কের আবেদন জানানো হয়েছিল। সম্প্রতি ব্যাঙ্ক পর্যবেক্ষণ করে গিয়েছেন আরবিআইয়ের কলকাতার জেনারেল ম্যানেজারের নেতৃত্বাধীন একটি দল। এবার আরবিআই গভর্নর বৈঠকে ডেকেছেন।
