পূর্ব মেদিনীপুর জেলার তমলুক- দিঘা রেললাইনে টানা ৪ দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে - ColorNews

Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক- দিঘা রেললাইনে টানা ৪ দিন ট্রেন চলাচল বন্ধ থাকবে

দক্ষিণ পূর্ব রেলের পক্ষ থেকে হলদিয়া – মেচেদা রাজ্য সড়কের নন্দকুমার রেলগেটে রবিবার বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানানো হয়েছে।একই সঙ্গে হলদিয়া – মেচেদা রুটে রাজ্য সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণ হবে ।এরফলে দিঘা-মান্দারমনিতে বেড়াতে যাওয়া পর্যটকদের বাড়ি ফিরতে কিছুটা সমস্যায় পড়তে হতে পারে। পূর্ব মেদিনীপুরে অন্যতম একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই হলদিয়া মেচেদা রাজ্য সড়ক। সেইসঙ্গে এই রাস্তাতেই রয়েছে তমলুক দিঘার রেলপথের লেভেল ক্রসিং। দক্ষিণ পূর্ব রেল সুত্রে জানা গেছে রেল লাইনের মেরামতির কাজের জন্য ১৭ মার্চ থেকে ২০ মার্চ পর্যন্ত রাত ন’টা থেকে ভোর ছ’টা পর্যন্ত  ট্রেন চলাচল বন্ধ।রাত নটার পর হলদিয়া মেচেদা রাজ্য সড়কের যেরকম কোন যান চলাচল করবে না। ফলে দিঘা থেকে তমলুক ওই শাখায় সমস্যা হবে বহু যাত্রীদের।অপর দিকে পূর্ব মেদিনীপুর প্রশাসনের তরফে জানানো হয়েছে, রাতে যে সমস্ত যাত্রীরা সৈকত শহর দিঘা থেকে বাড়ি ফিরবেন তমলুকের নারায়ণপুরের রাস্তা ধরে রূপনারায়ণের পাড় বরাবর রাস্তা দিয়ে তাদের যাতায়াত করতে হবে। এছাড়া যারা হলদিয়া যাবেন তাদের ১১৬ নম্বর জাতীয় সড়ক ধরে যেতে হবে। এই নির্দিষ্ট রাস্তা গুলিতে ট্রাফিক পুলিশরা থাকবে। যান চলাচলে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য সহযোগিতা করবে। 

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read