বর্ণপরিচয় হাতে নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সাথে নিয়ে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করলেন মেদিনীপুরের ভূমিপুত্র ড. দীপক কুমার কর । বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে প্রথম গেটে গাড়ি থেকে নেমে হাতে বর্ণপরিচয় নিয়ে ছাত্রছাত্রীদের মাঝে মিশে যান উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের গবেষক ছাত্র ও তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব অরুণাভ দাস, প্রসেনজিৎ বেরা, বিবেক রায় এর নেতৃত্বে রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বভার তুলে দেন রেজিস্টার ড. জয়ন্ত কিশোর নন্দী। উপস্থিত ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. ইয়াসিন খান ও অন্যান্য অধ্যাপক-অধ্যাপিকাবৃন্দ। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে উপাচার্য কে স্বাগত জানালো।

Author: ekhansangbad
Post Views: ৩১