কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের ভুতুড়ে ভোটার তালিকা সংক্রান্ত আলোচনা সভা বৃহস্পতিবার হলো বাজকুলে। উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি পীযুষ কান্তি পন্ডা, মহিলা তৃণমূলের সভানেত্রী রিজিয়া বিবি,জেলা যুব তৃণমূলের সভাপতি তথা কাঁথির পুরপ্রধান সুপ্রকাশ গিরি, প্রাক্তন মন্ত্রী জ্যোতির্ময় কর, বিধায়ক তথা অভিনেতা সোহম চক্রবর্তী,প্রাক্তন বিধায়ক অমিয় কান্তি ভট্টাচার্য,জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ কর্মাধ্যক্ষ তরুণ কুমার জানা, শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি হাবিবুর রহমান, কাঁথি সাংগঠনিক জেলার আইএনটিটিইউসির সভাপতি বিকাশ চন্দ্র বেজ, তমলুকের বিধায়ক ডঃ সৌমেন মহাপাত্র, জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মানব পড়ুয়া সহ অন্যান্য নেতৃত্ব। আগামী বিধানসভা নির্বাচনের আগে সমস্ত ভুয়ো ভোটার ভোটার তালিকা থেকে নির্মূল করতে হবে। এছাড়া জনসংযোগ বাড়িয়ে সরকারের উন্নয়নমূলক কাজের তালিকা তুলে ধরতে হবে।
