বুধবার বারুইপুরে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ ভারতীয় জনতা পার্টির বিধায়কদের আক্রমণের প্রতিবাদে কাঁথিতে বিক্ষোভ দেখালো বিজেপি ।কাঁথি শহরের ভতারিণী মন্দির সংলগ্ন এলাকায় এই বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
অভিযোগ বারুইপুর বিধানসভার স্পিকারের বিরূদ্ধে প্রতিবাদ মিছিল ও পথসভায় তৃণমূলের স্থানীয় নেতৃত্ব ও বিশেষ একটি সম্প্রদায়ের দ্বারা বিজেপি বিধায়কদের গাড়িতে আক্রমণ করা হয়।এছাড়াও রাজ্য বিধানসভার বিরোধী দলনেতাকে কুরুচিকর মন্তব্য করা হয়।
এর প্রতিবাদে বৃহস্পতিবার কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কাঁথির শ্রী শ্রী ভবতারিণী মন্দিরের সামনে একটি ধিক্কার পথসভা অনুষ্ঠিত হলো। এই ধিক্কার পথসভায় বক্তব্য রাখেন দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক অরূপ কুমার দাস ও মন্ডল সভাপতি রামচন্দ্র পণ্ডা, উমেস প্রধান ও কাঁথি পৌরসভার কাউন্সিলর তাপস দলাই,ধীরেন্দ্রনাথ পাত্র, প্রাক্তন সেনা কর্মী রঞ্জিত বর সহ অন্যান্য নেতৃত্ব বৃন্দ।
এই পথসভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কুশপুত্তলিকা দাহ করে বিক্ষোভ দেখানো হয়।
