ফের প্রকাশ্যে রাজ্যের শাসক দল তৃণমূলের গোষ্ঠী কোন্দল। বিধায়ক ঘনিষ্ট তৃণমূল কর্মীকে তুলে নিয়ে বেধাড়ক মারধরের অভিযোগ উঠলো সেই দলের প্রাক্তন ব্লক সভাপতির বিরুদ্ধে। প্রহৃত কর্মী গুরুতর আহত অবস্থায় ভর্তি এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে। অভিযোগ সোমবার রাত ৮ টা নাগাদ পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর বাগদা হাসপাতাল মোড়ে তৃণমূল কর্মী সেক সফিকুল আলমের উপর আক্রমণ চালায় অপর গোষ্ঠীর তৃণমূলকর্মীরা।আরো অভিযোগ তাঁকে কিল চড় ঘুসি মারতে থাকে অন্য গোষ্ঠীর দুষ্কৃতীরা। গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সফিকুল আলম। স্থানীয়রা দেখতে পেয়ে উদ্ধার করে মোহনপুর হাসপাতালে নিয়ে যায়। পরে এগরা সুপার হাসপাতালে রেফার করা হয়। প্রসঙ্গত ১ মাস আগে মোহনপুর ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতিকে সরিয়ে বিধায়ক বিক্রম প্রধানকে এই ব্লকের দায়িত্ব দেন অভিষেক ব্যানার্জী। মোহনপুর গ্রাম পঞ্চায়েত মেম্বার রেশমা আলমের স্বামী সফিকুল আলমের বাড়িতে বিধায়কের কার্যালয় খোলা হয় । সেই ঘটনাকে কেন্দ্র করেই এই আক্রমণ বলে অভিযোগ করছেন বিধায়ক গোষ্ঠী। জানা গেছে প্রাক্তন ব্লক তৃণমূলের সভাপতি মানিক মাইতির নেতৃত্বে মসি খান নামের দুষ্কৃতিকে দিয়ে এই আক্রমণ চালানো হয় বলেই অভিযোগ করেন আক্রান্ত তৃণমূল কর্মী সফিকুল আলম। এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে।
