কৌশিক সংগীত শিক্ষা কেন্দ্রের শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা - ColorNews

Select Language

[gtranslate]
৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

কৌশিক সংগীত শিক্ষা কেন্দ্রের শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা

রবিবার কৌশিক সংগীত শিক্ষা কেন্দ্র তাদের ২১তম বছরে এক অনুপম শাস্ত্রীয় সংগীত সন্ধ্যা কাঁথিবাসীকে উপহার দিল। ওঙ্কারনাথ মিশন পরম্পরার সহযোগিতায় ভারতীয় শাস্ত্রীয় সংগীত অনুষ্ঠানের আসর বসেছিল কাঁথি বীরেন্দ্র স্মৃতি সৌধে। মাঙ্গলিক প্রদীপ প্রজ্বালন এবং ওঙ্কারনাথদেবের প্রতিকৃতিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন সংস্থার সভাপতি প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত কৌশিক ভট্টাচার্য্য এবং কাঁথি ওঙ্কারনাথ মিশনের প্রধান সচিব দয়াল চাঁদ সাহু। অনুষ্ঠানের প্রথম পর্বে কৌশিক সংগীত শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীবৃন্দ অধ্যক্ষা দেবারতি পাহাড়ীর পরিচালনায় ‘গণেশ বন্দনা’ সহ ভারতীয় ধ্রুপদী ঘরানার শাস্ত্রীয় সংগীতের ‘হোরি’,’কাজরী’,’ভজন’,’ঠুংরি’,’চৈতী’ প্রভৃতি বিভিন্ন ধারার সংগীত নিবেদনে শ্রোতাদের পরিতৃপ্ত করে। শিক্ষার্থীদের মধ্যে ঠুংরিতে স্বপ্না দে এবং চৈতীতে বিনীতা দাস বিশেষ কৃতিত্বের পরিচয় রাখেন। দ্বিতীয় পর্বে কৌশিক সংগীত শিক্ষা কেন্দ্র যাঁর নামে নিবেদিত সেই গুরু পণ্ডিত কৌশিক ভট্টাচার্য্যের প্রতি শ্রদ্ধা নিবেদন করে তার হাতে স্মারক শ্রদ্ধার্ঘ্য তুলে দেন তাঁরই সুযোগ্যা ছাত্রী অধ্যক্ষা দেবারতি পাহাড়ী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার ওঙ্কারনাথ মিশনের সভাপতি প্রিয়নাথ চট্টোপাধ্যায়। ২০২৪ শিক্ষাবর্ষের মূল্যায়নে স্থানাধিকারী কৃতী শিক্ষার্থীদের হাতে বার্ষিক মূল্যায়নের শংসাপত্র সহ পুরস্কার তুলে দেওয়া হয়। তৃতীয় পর্বে সান্ধ্য সংগীতাঞ্জলিতে মুম্বাই-এর প্রখ্যাত শাস্ত্রীয় সংগীত শিল্পী পণ্ডিত অমরেন্দ্র ধানেশ্বর, পুনের কণ্ঠশিল্পী বিদুষী সানিয়া পাঠানকার, সেতারে পণ্ডিত পার্থ বোস, একক তবলা বাদনে ওস্তাদ আসিফ খান উপস্থিত রসজ্ঞ শাস্ত্রীয় সংগীতবোদ্ধা শ্রোতাদের মন ভরিয়ে দেন। কেন্দ্র অধ্যক্ষা দেবারতি পাহাড়ী নিবেদিত ঠুংরি শ্রুতিনন্দন হয়ে ওঠে। অনুষ্ঠানের শেষ শিল্পী পণ্ডিত কৌশিক ভট্টাচার্য্য নিবেদিত সংগীতের সঙ্গে সহযোগী শিল্পী হিসেবে হারমোনিয়ামে সায়ন চ্যাটার্জি ও দেবাশিস কর্মকার, তবলায় দিল্লিনিবাসী পণ্ডিত দুর্জয় ভৌমিক ,ওস্তাদ আরিফ খান, পণ্ডিত অমিত চ্যাটার্জী অনুষ্ঠানটিকে ভিন্নতর মাত্রা প্রদান করেন। শাস্ত্রীয় সঙ্গীতের এধরনের বিরল অনুষ্ঠান সংগীতপ্রিয় শ্রোতৃমণ্ডলীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। প্রাসঙ্গিক তথ্য ও শিল্পী-পরিচিতি সহ সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন প্রমথেশ মণ্ডল। বিকেল তিনটা থেকে রাত্রি সাড়ে এগারোটা পর্যন্ত এই সাংগীতিক নিবেদন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংস্থার মুখ্য উপদেষ্টা আশিস্ পাহাড়ী সবাইকে ধন্যবাদ জানান।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read