স্ত্রীকে কাটারি দিয়ে কুপিয়ে আত্মঘাতী হল স্বামী।চাঞ্চল্যকর এই ঘটনাটা ঘটেছে পূর্ব মেদিনীপুরের রামনগরের। পুলিশ সুত্রে জানা গেছে সোমবার রাতে ঘরের মেঝেতে মৃতা মহিলার ক্ষত বিক্ষত মৃতদেহ পাওয়া যায় । তাঁর গোটা শরীর জুড়ে রক্ত।আর সেই মৃত দেহের উপর রাখা একটি কাটারি। আর ঘরের মধ্যে ঝুলছেন মহিলার স্বামী। জানা গেছে মৃত দম্পতি রামনগর ২ ব্লকের মন্দারমণি উপকূল থানার রামচন্দ্রনপুর গ্রামের বাসিন্দা।মৃতা মহিলার নাম দুর্গা গিরি(৪৩)।আর তার স্বামীর নাম ভাস্কর গিরি(৪৯)।স্থানীয়দের সুত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, সোমবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে স্বামী ও স্ত্রী’র মধ্যে বচসা শুরু হয়। বচসা চরমে উঠলে ভাস্কর তার বাড়ির ভেতরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেয়। এরপর রাত সাড়ে এগারোটা নাগাদ স্ত্রী’কে সে কাটারি দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। এরপর নিজেও সিলিং ফ্যানে ঝুলে পড়ে।রামচন্দ্রনপুর গ্রামে ভাস্কর গিরির পানের বরজ রয়েছে। এছাড়াও কাঁথির পিছাবনি বাজারে পানের ব্যবসা রয়েছে।
