দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৬তম জন্মবার্ষিকীতে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরী ২ ব্লকের মালদহে বলাগেড়িয়া সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লি: এর দ্বাদশতম শাখার উদ্বোধন হল । একই সাথে ব্যাঙ্কের ষষ্ঠ এটিএম এর উদ্বোধন করলেন ব্যাঙ্কের চেয়ারম্যান সুপ্রকাশ গিরি।
অনুষ্ঠানের সূচনা হয় নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য সহ শ্রদ্ধা জ্ঞাপনের মাধ্যমে ।
ফুল, ব্যাজ ও উত্তরীয় দিয়ে অতিথিদের বরণ করে নেন ব্যাঙ্কের আধিকারিকগণ ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ব্যাঙ্কের ভাইস-চেয়ারম্যান পার্থসারথী দাস । উপস্থিত ছিলেন ব্যাঙ্কের সেক্রেটারি অভিজিৎ দাস, অন্যতম গুরুত্বপূর্ণ ডাইরেক্টর সত্যজিৎ ধাড়া, স্বপন পয়ড়া, চন্দন নন্দ, পূর্ব মেদিনীপুর ২ রেঞ্জের এআরসিএস এবং ব্যাঙ্কের সিইও সুব্রত গায়েন প্রমুখ।
প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষের কাছে সমবায় ব্যাঙ্কের পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এগরার প্রাক্তন বিধায়ক স্বর্গীয় সমরেশ দাস এর আগে এই ব্যাঙ্কের চেয়ারম্যান থাকাকালীন মালদহ শাখার প্রতিষ্ঠা করার কথা স্থির করেন ঈ
শাখা উদ্বোধন অনুষ্ঠানে একগুচ্ছ সুবিধাযুক্ত বিশেষ পরিষেবা এবং খুব শীঘ্রই আরও নতুন দুটি শাখা উদ্বোধন সহ একগুচ্ছ আগামী পরিকল্পনার কথা ঘোষণা করেন ব্যাঙ্কের বর্তমান চেয়ারম্যান।
বিশিষ্ট অতিথিবর্গের মধ্যে বক্তব্য রাখেন খেজুরী থানার অফিসার- ইন-চার্জ অমিত দেব ।জেলা পরিষদের সদস্য বিমান নায়েক, ব্যাঙ্কের এজিএমবিকাশ রথ প্রমুখ।
মালদহ শাখায় মহিলারা সেফ ডিপোজিট লকার সুবিধা নিলে প্রথম বছরের লকার ভাড়া লাগছে না ঈ ব্যাঙ্ক সেভিংস একাউন্ট এ সর্বোচ্চ ৪ শতাংশ সুদের হার দিচ্ছে ।কারেন্ট একাউন্ট খুললে বিশেষ সুবিধা রয়েছে ।রয়েছে বিভিন্ন সরকারি প্রকল্পের সরাসরি সুবিধা ।এছাড়াও একাউন্ট খুলে সঙ্গে সঙ্গে এটিএম কার্ড ও চেকের সুবিধা পেয়ে গ্রাহকরাও অত্যন্ত খুশি ।ইতিমধ্যে সেভিংস, কারেন্ট, বিভিন্ন স্কিমের অধীন মেয়াদী আমানত ইত্যাদি একাউন্ট খুলেছেন প্রায় পাঁচশো মানুষ ।
ব্যাঙ্কের টানা প্রচার শেষে নতুন মালদহ শাখায় একাউন্ট খোলার জন্যে কৃষক,স্বনির্ভর গোষ্ঠী ছাত্রছাত্রী, ব্যবসায়ী সহ স্থানীয় মানুষের ভীড় উপচে পড়ে। ভোরের ঘন কুয়াশাকে উপেক্ষা করে আজ স্থানীয় মানুষের উৎসাহ ছিল লক্ষ্যনীয়। ব্যাঙ্কের দুই এজিএম বিকাশ রথ এবং অনুপ কুমার দাস, হেড অফিসের আধিকারিকবৃন্দ সহ সমস্ত শাখার আধিকারিক এবং দায়িত্বপ্রাপ্ত অন্যান্য কর্মীবৃন্দ সারাদিনের কর্মব্যস্ততায় এই বিশেষ দিনটিকে সফল করে তুললেন ।