পূর্ব মেদিনীপুর জেলার মেচেদায় ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের মাছনা শাখায় কাঁথির সাংসদ শিশির অধিকারীর নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলার অভিযোগ উঠলো।অভিযোগ কেউ বা কারা শিশির বাবুর নাম করে এই রাষ্ট্রায়ত ব্যাঙ্কে ভুয়ো অ্যাকাউন্ট খুলেছে।শনিবার ব্যাঙ্কের থেকে চিঠি আসার পরেই এই অ্যাকাউন্ট খোলার বিষয়টি জানতে পারেন শিশির। আইনি পরামর্শ নিয়ে, দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কাছে অভিযোগপত্র পাঠিয়েছেন।একই সাথে তাঁর দাবি রাজনৈতিক চক্রান্ত্র করে এই অ্যাকাউন্ট খোলা হয়েছে।
তৃনমূলের জোড়াফুল প্রতীকে তিনবার কাঁথি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন শিশির অধিকারী।গত বিধানসভা নির্বাচনে এগরায় অমিত শাহের প্রচার সভায় দেখা গিয়েছিলো তাঁকে।উত্তর কাঁথি বিধানসভা কেন্দ্রেও বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে ছিলেন তিনি ।তারপর থেকে তৃনমূলের কোন সভা-সমিতিতে দেখা যায়নি জোড়াফুলের প্রতীকে জয়ী এই বর্ষিয়ান রাজনীতিবিদকে।শিশির বর্তমানে অসুস্থ। বাড়িতেই থাকেন। অসুস্থতার কারণে সংসদের অধিবেশনও যোগ দিতে পারছেন না। সেই সময়ে ইন্ডিয়ান ওভারসিস ব্যাঙ্কের মাছনা শাখায় তাঁর নামে ভুয়ো অ্যাকাউন্ট পরিবারের বাকী সদস্যদের চিন্তায় ফেলেছে।
শনিবার সকালে রহস্যময় অ্যাকাউন্টের কথা জানা মাত্রই কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের কাছে অভিযোগ জানিয়েছেন শিশির। কাঁথির সাংসদের অভিযোগ, তাঁর অনুমতি ছাড়াই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খোলা হয়েছে। এবং এই বিষয়ে তিনি কিছুই জানেন না। অ্যাকাউন্টটি খুলতে কোনও তথ্য বা নথিও তিনি দেননি। কে বা কারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত, তদন্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিক অর্থমন্ত্রক।