অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সদ্য নির্বাচিত সহ সভাপতি ডাঃ অনুতোষ পট্টনায়ককে সম্মান প্রদান করলো কাঁথি লায়ন্স ক্লাব।
শুক্রবার কাঁথি লায়ন্স ক্লাবের সভাগৃহে এক অনুষ্ঠানের মাধ্যমে সম্মান প্রদান করা হয় অনুতোষ বাবুকে।পৌরহিত্য করেন কাঁথি লায়ন্স ক্লাবের সভাপতি অশোক জানা ।এদিন একই সাথে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩২২সি১ এর প্রাক্তন তিন জন গভর্নর প্রফেসার লক্ষী নারায়ন সাহু,ডাঃ বিশ্বজিৎ সামন্ত এবং মীনাক্ষ মাইতিকেও সম্মানিত করা হয়।
ডাঃ অনুতোষ পট্টনায়ক তাঁর ভাষনে বলেন মুলত অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার সাধারন সম্পাদক ডাঃ শান্তনু সেনের ঐকান্তিক ইচ্ছাতেই তিনি এই পদে প্রতিদ্বন্ধিতা করেছিলেন।বলেন কাঁথির মানুষদের ভালোবাসাই তাঁকে রাজ্যস্তরে পোঁছে দিয়েছে।তাই আগামী দিনেও কোন ভাবে কাঁথি তথা এখানকার সকল স্তরের মানুষদের পাশে দাঁড়ানোই তাঁর প্রথম অগ্রাধিকার পাবে