কথায় বলে যে রাঁধে,সে চুলও বাঁধে!
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের দেবশ্রী খাড়া তেমন একজন।পরিবারের আর্থিক অনটন মেটাতে দিনে টোটো চালিয়ে উপার্জন আর রাত্রে পড়াশুনা করে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে এই ছাত্রী।
জানা গেছে দেবশ্রী যখন ক্লাস নাইনের ছাত্রী সেই সময়ে এক দুর্ঘটনার কবলে পড়ে তার বাবা ।আর এই দুর্ঘটনায় ছোট দেবশ্রীকে এনে ফেলে জীবন যুদ্ধের বড় পরীক্ষায়।এক দিকে পরিবারের অনটন আর অন্য দিকে নিজের পড়াশুনা চালিয়ে যাওয়ার অদম্য ইচ্ছা পুরনে বাবার টোটোর চাবি তুলে নিয়েছে।
এই নিয়ে কোন দুঃখ কিংবা ক্ষোভ নেই দেবশ্রীর।জানিয়েছে আরো অনেক বেশী পড়াশুনা করতে যায় সে ।তার জন্যে যদি আরো বেশী সময় ধরে তাকে টোটো চালাতে হয় তাই নিয়ে কোন সমস্যা নেই এই মাধ্যমিক পরীক্ষার্থীর।
Author: ekhansangbad
Post Views: ৮৫