Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ঠাকুরনগর দোল উৎসব ।।

মেদিনীপুর সমন্বয় কমিটির খেজুরী ইউনিট ও ঠাকুরনগর দোল উৎসব কমিটির উদ্যোগে শহীদ ক্ষুদিরামের পদধূলি ধন্য ঠাকুরনগর মেলায় তাঁরই আগমণকে স্মরণীয় করে রাখতে এই বছর ১৯ মার্চ শহীদ ক্ষুদিরামের আবক্ষ মর্মর মূর্তি স্থাপন করা হবে ।

শহীদ ক্ষুদিরামের মর্মর মূর্তি স্থাপনকে স্মরণীয় করে রাখতে ওইদিন একটি স্মরণিকা প্রকাশ করা হবে৷

সভায় উপস্থিত ছিলেন মাননীয় দেবব্রত গুচ্চাইত , সুব্রত সামন্ত, ড. বিষ্ণুপদ জানা, সমরেশ সুবোধ পড়িয়া এবং কমিটির সদস্যগণ সহ ঠাকুরনগরের অধিবাসীরা ৷

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read