প্রদীপ কুমার সিংহ :-প্রণয়ঘটিত কারণে বারুইপুরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে খুনের অভিযোগ প্রেমিকার পরিবারের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে সাউথ গড়িয়া অঞ্চলের নরিদানা বাগানি পাড়া এলাকায়।
মৃত ওই পরীক্ষার্থীর নাম দেবব্রত বাগানী (১৭)। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর বাগানি পাড়া অঞ্চলে ।
জানা গেছে মদারাট অঞ্চলের শিমলেবাদ এলাকার এক কিশোরীর ( উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর) সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো দেবব্রতর। দুজনে একসঙ্গে বেগমপুর জ্ঞানদা প্রসাদ হাই স্কুলে পাঠরতা ছিল। তাদের প্রেমের সম্পর্ক মেনে নেয়নি প্রেমিকার পরিবার।অভিযোগ বৃহস্পতিবার রাতে দেবব্রতর বাড়িতে চড়াও হয় প্রেমিকার পরিবারের লোকজন। দেবব্রতর পরিবারের লোকজন বাধা দিতে এলে তাদেরকেও হুমকি দেওয়া হয় মারধোর করে আটকে রাখার অভিযোগ।
দেবব্রতকে মারধোর করার পাশাপাশি খুন করে বাড়িতেই ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। সেই সময় ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান হওয়ায় তাদের বাড়ির লোকজনের আর্তচিৎকার শুনতে পায়নি প্রতিবেশীরাল প্রেমিকার বাড়ির লোকজন চলে গেলে, দেবব্রতকে নিয়ে পরিবারের লোকজন বারুইপুর মহাকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
শুক্রবার দুপুরে দেবব্রত দেহটির সুরতাল করেন এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস ও আইসি বারুইপুর সৌমজিৎ রায়। এবিষয়ে এসডিপিও বারুইপুর অতীশ বিশ্বাস বলেছেন, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেবব্রতর পরিবারের লোকজন অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরে দেবব্রত বাগানির নিথর দেহটি বারুইপুর থানার পক্ষ থেকে ময়না তদন্তে পাঠায় শুক্রবার।