Select Language

[gtranslate]
৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। নয়াপুটে বিনাব্যায়ে চক্ষু ও ছানি পরীক্ষা শিবির ।।

রবিবার কাজলা জনকল্যাণ সমিতি ও নয়াপুট গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এবং চৈতন্যপুর বিবেকানন্দ মিশন আশ্রমের পরিচালনায় অভিজ্ঞ চিকিৎসক, অত্যাধুনিক যন্ত্রপাতি দ্বারা কাঁথি-১ ব্লকের নয়াপুট গ্রাম পঞ্চায়েতের এস.এইচ. জি বিল্ডিং এ চক্ষু ও ছানি পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

এই শিবিরে কাঁথি – ১ ব্লকের বিভিন্ন গ্রাম থেকে রোগীরা চক্ষু পরীক্ষা করতে আসেন। প্রায় ১৬৫ জন রোগীদেরকে কোভিড বিধি নিয়ম মেনে চক্ষু পরীক্ষা করা হয়। তার মধ্যে ৫০ জন ছানি রোগী পাওয়া যায় ।


অভিজ্ঞ চিকিৎসক মন্ডলীর পক্ষে ছিলেন বিশ্বজিৎ মাইতি,সুভাষ কুইতি মিশনের পক্ষ থেকে ছিলেন মলয় কুমার সামন্ত,ও পঞ্চানন মাইতি। নয়াপূট গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ রানা , কাজলা জনকল্যাণ সমিতির সুপারভাইজার মঞ্জুশ্রী মাইতি প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন বকশিশপুর বিবেকানন্দ উন্নয়ন সমিতির কর্মী অমৃতা মন্ডল, শ্যামলী পাত্র, মোনালিসা প্রধান প্রমূখ।

পরীক্ষা শিবির সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সবাইকে ধন্যবাদ জানান কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক স্বপন পন্ডা।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read