পারিবারি অশান্তির জেরে মাকে কুপিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার ছেলে।পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার হরশংকর গড়কেল্লা গ্রামে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। মৃতার নাম পুষ্পরানী মাইতি(৬৮)।মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে ।
জানা গিয়েছে, পুষ্পদেবির তিন ছেলে। নিরঞ্জন ছোট। গত কয়েক বছর ধরে বিকারগস্ত হয়ে পড়ে। তার অত্যাচারে পরিবার থেকে প্রতিবেশীরা অতিষ্ঠ হয়ে পড়তো। এদিন বিকেলে মাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বাড়ির ছাদে ঘোরাঘুরি করছিলো। প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে খবরদেয়। সন্ধ্যায় পুলিশ এসে বাড়ির ছাদ থেকে নামিয়ে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। সেই সাথে ধারালো অস্ত্র ও মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। ঘটনায় এলাকা থমথমে হয়ে রয়েছে। তমলুক থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।।
Author: ekhansangbad
Post Views: ১৪৫