এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী মেনে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি ১ ব্লকের সাবাজপুট গ্রাম পঞ্চায়েতের সমুদ্রপুরে শোধিত জল প্রকল্পের সূচনা হল । এর উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রদীপ গায়েন, কাঁথি তিন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ চন্দ্র বেজ ও মধুরিমা মন্ডল, বিডিও তুহিন কান্তি ঘোষ।
জানা গেছে এই প্রকল্পের মাধ্যমে নোনা জলকে পরিশোধিও বিশুদ্ধ জলে রূপান্তরিত করে সাধারণ মানুষের পানীয় জলের উপযোগী করা হবে। ওয়াটার এটিএম এর মাধ্যমে এক টাকায় ১ লিটার, দু টাকায় পাঁচ লিটার ও পাঁচ টাকায় কুড়ি লিটার বিশুদ্ধ পানীয় জল পাওয়া যাবে। যেখানে কমপক্ষে ২৫ থেকে ৩০ টাকা দিয়ে কুড়ি লিটার পানীয় জল কিনে হতো এলাকাবাসীকে। সেক্ষেত্রে এই প্রকল্প উদ্বোধনে বেজায় খুশি এলাকাবাসী।
Author: ekhansangbad
Post Views: ১০৯