স্বজনহারা পরিবারের সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার কথা দিয়েছিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।মাত্র কয়েক দিনের মধ্যেই সেটা রাখলেন শুভেন্দু।চাকুরীতে যোগ দিয়ে তাই শুভেন্দু অধিকারীর সাথে দেখা করলেন তারা।
পূর্ব মেদিনীপুর জেলার ময়নার বাকচায় অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীদের হাতে নিহত হন বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়ার ।প্রয়াত এই বিজেপি নেতার ছেলে প্রসেনজিৎ ভুঁইয়াকে চাকুরীর ব্যাবস্থা করে দিলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। এছাড়াও অভিযোগ কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে নিহত যুবক মৃত্যুঞ্জয় বর্মনের স্ত্রী গৌরী বর্মনকে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী।
সোমবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্যোগে বিধানসভায় চাকরিতে যোগ দিলো স্বজনহারা পরিবারের দুই সদস্য। তাঁরা প্রথম দিন চাকরিতে যোগ দেওয়ার পর বিধানসভার বিরোধী দলনেতার অফিসে এসে সৌজন্য সাক্ষাৎ করলেন ।