একদা অধিকারীদের ঘনিষ্ঠ বলে পরিচিত কাঁথি পৌরসভার কর্মচারী চঞ্চল নন্দীকে রাজ্য সরকারের সেচ এবং জলপথ দপ্তরে টেন্ডার দুর্নীতি কান্ডে জিজ্ঞাসাবাদ করলো নন্দকুমার থানার পুলিশ।
দ্বিতীয় তৃনমূল সরকারের আমলে সেচ দফতরের টেন্ডারে দুর্নীতির অভিযোগে সংশ্লিষ্ট দফতরের চিফ ইঞ্জিনিয়ার অনীশ ঘোষকে মাস দুয়েক পূর্বে গ্রেফতার করে পুলিশ।
প্রসঙ্গত তৃনমূল সরকারের আমলে শুভেন্দু অধিকারী কয়েক বছর সেচ দফতরের মন্ত্রী ছিলেন।অপরদিকে শিশির অধিকারী থেকে তাঁর ছোট ছেলে সৌম্যেন্দু অধিকারীরা মিলে চার দশক ধরে কাঁথি পৌরসভার চেয়ারম্যান ছিলেন।
নন্দকুমার থানার ওসি মনোজ ঝা জানিয়েছেন অনীশ ঘোষের কথায় যে সমস্ত ইনফরমেশন পাওয়া গিয়েছিল, তার ভিত্তিতে চঞ্চল নন্দীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় ডাকা হয়েছিল। উল্লেখ্য এরপরেই একদা অধিকারীদের ঘনিষ্ঠ বলে কাঁথিতে পরিচিত চঞ্চল নন্দী হাইকোর্টে মামলা দায়ের করেন যে তাকে জিজ্ঞাসাবাদের নামে থানায় ডেকে গ্রেফতার করা হবে। হাইকোর্ট সেই মামলাটিকে খারিজ করে দেয়।
হাইকোর্ট মামলা খারিজ করে অভিযুক্তকে নির্দেশ দেয় সপ্তাহের দুদিন তাকে দু’ঘণ্টা করে জিজ্ঞাসাবাদ করা হবে। সেই অনুযায়ী নন্দকুমার থানা থেকে নোটিশ যায় চঞ্চল নন্দীর কাছে। শুক্রবার তাকে নন্দকুমার থানায় জিজ্ঞাসাবাদ জন্য আসতে হবে। সেই অনুযায়ী চঞ্চল নন্দী শুক্রবার দুপুর নাগাদ নন্দকুমার থানায় এসে পৌঁছন। যদিও চঞ্চল নন্দী জানান তিনি কেন ডাকা হয়েছিল এই ব্যাপারে তিনি কিছু জানেন না। তিনি পৌরসভার কর্মচারী,তিনি সেচ দফতরের টেন্ডারের সাথে যুক্ত নয়।
সেচ বিভাগের একাধিক টেন্ডার এর বরাত মোটা টাকার বিনিময় ঠিকাদারদের পাইয়ে দেওয়ার অভিযোগ আগে থেকেই ছিল ইঞ্জিনিয়ার অনীশ ঘোষ এর বিরুদ্ধে। তার সঙ্গে নাম জড়ায় চঞ্চল নন্দীরও। চঞ্চল নন্দী এক সময়ে কাঁথিতে অধিকারীদের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলো।