ওর নিজের কৃতকর্মের জন্যে যে জেলেই থাকুক,সারা জীবন কেটে যাবে চন্ডীপুরের দলীয় অধিবেশন থেকে বোমা ফাটালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।তৃণমূলের ‘নব জোয়ার’ কর্মসূচিতে বুধবার অধিবেশন শিবির হয়েছে চণ্ডীপুরের বিনয় স্মৃতি ফুটবল ময়দানে। সেখানেই পঞ্চায়েতের প্রার্থী বাছতে তৃণমূলের কাঁথি সাংগঠনিক জেলার ভোটাভুটি হয়। অভিষেকের রাত্রিবাসের আয়োজনও সেখানেই।সেখানেই দলের বুথ ও অঞ্চল সভাপতিদের নিয়ে অনুষ্ঠিত সভায় এই দাবি করেন অভিষেক।
প্রসঙ্গত ২০১৫ সালের ৪ জানুয়ারি চণ্ডীপুর ফুটবল ময়দানে সভা করতে এসেছিলেন তৎকালীন যুব তৃণমূল সভাপতি অভিষেক। সেই মঞ্চে উঠে আচমকা অভিষেককে চড় মারেন দেবাশিস আচার্য নামে স্থানীয় এক যুবক। গোটা রাজ্যে তোলপাড় পড়ে যায়। তখন তমলুকের তৃণমূল সাংসদ ছিলেন শুভেন্দু অধিকারী।
শুভেন্দুকে আক্রমণ করে অভিষেক চণ্ডীপুরে বলেছেন,বিজেপি যেদিন ক্ষমতা থেকে চলে গেলে এক মাসের মধ্যে জেলে যাবে। বিচার ব্যবস্থা নিরপেক্ষ হলে এক মাসের মধ্যে জেলে ঢুকবে।
বুধবার সন্ধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে বলেন আজ যে এজেন্সি শুভেন্দু দেখাচ্ছে, ওই এজেন্সিই ওকে গ্রেফতার করে জেলে ভরবে।
অভিষেক বলেছেন বীরেন্দ্রনাথ শাসমল-ক্ষুদিরামের এই মাটির এক ছেলে ইডি, সিবিআইয়ের কাছে পিঠ বাঁচাতে নিজের মেরুদণ্ড বিক্রি করেছে দিল্লির কাছে। অনেক চেষ্টা করছে ইডি, সিবিআই দিয়ে সমস্যা তৈরি করতে।পারেনি,কারন এই জেলা তৃণমূলময় হয়ে আছে৷ শুধু আপনারা লড়াই করুন। এই মাটির সম্মানের জন্য লড়ুন।
বলেন কেন্দ্রে সারাজীবন বিজেপি থাকবেনা,নরেন্দ্র মোদী-অমিত শাহা থাকবেনা। সংবিধান থাকবে,সিবিআই থাকবে। বলেছেন,বিজেপি যেদিন ক্ষমতা থেকে চলে যাবে তার এক মাসের মধ্যে জেলে যাবে। বিচার ব্যবস্থা নিরপেক্ষ হলে এক মাসের মধ্যে জেলে ঢুকবে। সেই সাথে অভিষেকের আরো দাবি যে জেলেই যাক ওর (শুভেন্দু) সারাটা জীবন সেখানেই কাটবে।সেটা ওর সারা জীবনের কৃতকর্মের ফল
পূর্ব মেদিনীপুরে বিজেপি জেলা সহ সভাপতি অসীম মিশ্র বলেছেন,আসলে হতাশা থেকে এ কথা বলেছেন। উনি নিজেই এখন সঙ্কটের মধ্যে রয়েছেন। যে কোনও মুহূর্তে তাঁকে সিবিআই জেলে ঢোকাতে পারে। সেই আতঙ্কে ভুগছেন। এ জন্য বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর কথা বলেছেন।