Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। অভিষেকের সাথে নবজোয়ারে ভাসলো নন্দীগ্রাম ।।

পূর্ব মেদিনীপুর জেলার চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় রাস্তার দুই ধার জুড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে জনজোয়ার।পূর্ব মেদিনীপুর সহ রাজ্য জুড়ে আলোড়ন ফেলেছে।আর সেই আঁচ লেগেছে শুভেন্দু অধিকারীর ঘরেও বলছে তৃনমূল।


শাসক দলের স্থানীয় নেতৃত্বের দাবি অভিষেকের এই নন্দীগ্রাম যাত্রাকে যে বিরোধীরা ভয় পেয়েছে তার প্রমাণ নিজেই দিয়ে গিয়েছেন নন্দীগ্রামের বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে ২০ জুন পালটা পদযাত্রার আহ্বান করেছেন শুভেন্দু। 

সুদীর্ঘ যাত্রা পথে সাধারন মানুষের পাশাপাশি কাজু শিল্পের শ্রমিকদের সাথে কথা বলেছেন অভিষেক।তাঁদের সমস্যার কথা শুনেছেন

২০২১ সালের বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। আসন্ন পঞ্চায়েত নির্বাচনেও নজর কাড়তে চলছে নন্দীগ্রাম । বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শহর কাঁথিতে পদযাত্রা করেছেন। বৃহস্পতিবার বিরোধী দলনেতার বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে গিয়ে তাঁর পূর্ব মেদিনীপুর সফর শেষ করবেন অভিষেক। চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম বাস স্ট্যান্ড পর্যন্ত ২০ কিলোমিটার হাঁটার পর সভা করতে পারেন তিনি। রাতে নন্দীগ্রামেই থাকবেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read