মেচেদা ডাঃ নর্মান বেথুন মেমোরিয়াল ট্রাস্টের সহযোগিতায় জেলার জানুবসান সংকেত সংঘের পরিচালনায় দুঃস্থ রোগীদের জন্য ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
দন্ত ও মেডিসিন বিভাগের দুই শতাধিক রোগী পরীক্ষা করেন ট্রাস্টের সভাপতি ডাঃ বিশ্বনাথ পড়িয়া,ডাঃ সেক মেহতাব আলি,ডাঃ রিজাবুল হোসেন মল্লিক, ডাঃ মানবেন্দ্র গাঁতাইত প্রমুখ।
ট্রাষ্ট্রের সম্পাদক তপন ভৌমিক ডাক্তারবাবু সহ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
Author: ekhansangbad
Post Views: ১১৬