Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ঈদের আগে উলামাদের সাথে প্রশাসনিক বৈঠক ।।

প্রদীপ কুমার সিংহ :- বৃহস্পতিবার মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদুজোহা, যা কোরবানি ঈদ বা বকরি ঈদ বলে পরিচিত। মুসলিম সম্প্রদায়ের প্রত্যেকটা মানুষ অত্যন্ত নিষ্ঠা ও ভক্তির সাথে এই দিনটিকে পালন করে। মূলত ঈদুজ্জোহা বৃহস্পতিবার হলেও শুক্রবার এবং শনিবার অর্থাৎ তিন দিন ধরেই ইদুজ্জোহা পালিত হয়। ইদুজ্জোহা উৎসবের গরীমাকে বৃদ্ধি করা, এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখা, এলাকার অন্য সম্প্রদায়ের মানুষদের শান্তি অক্ষুন্ন রেখে কিভাবে এই অনুষ্ঠানকে আরো সুন্দরভাবে পালন করা যায় বারুইপুর জেলা পুলিশের পক্ষ থেকে এলাকার বিভিন্ন মসজিদ কমিটি,ঈদ কমিটি, ও মুসলিম সম্প্রদায়ের বিশিষ্ট ওলেমাদের সঙ্গে প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হয় বারুইপুরে। এই বৈঠকে উপস্থিত ছিলেন বারুইপুরের এস ডি পি ও অতীশ বিশ্বাস, বারুইপুর থানার আইসি সৌমজিৎ রায়, বারুইপুর পৌরসভার উপ পৌরপ্রধান গৌতম কুমার দাস সহ বারইপুর এলাকার মসজিদের ইমাম সহ একাধিক ব্যক্তিত্ব। যেসব জায়গাতে অন্য ধর্মপ্রাণ মানুষ থাকেন সেইসব জায়গাগুলোকে একটু ঘিরে নিয়ে কুরবানী করা, ঢাকা ব্যাগে করে আত্মীয়ের বাড়িতে মাংস নিয়ে যাওয়া, কোরবানির পর হাড় সহ পশুর অবশিষ্ট অংশ একটু বেশি গর্ত করে পুঁতে দেওয়া যাতে কুকুর ওই অবশিষ্ট অংশ মুখে করে নিয়ে গিয়ে অন্য কোথাও ফেলতে না পারে, এসব দিক গুলোকে বিশেষভাবে নজর দেওয়ার কথা বলেন এসডিপিও আতীশ বিশ্বাস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read