পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার ভগবানপুরে সোমবার সকালে প্লাইউডের দোকান আগুন লেগে যায় । এলাকার একটি দোতালা বাড়িতে প্লাইউডের দোকানে আগুনের লেলিহান শিখা দেখতে পায় স্থানীয়রা। আগুন দেখে পটাশপুর থানায় খবর দেয়, পরে এগরা দমকল
বিভাগে খবর দিলে একটি দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণ আনে।প্রবল বৃষ্টিপাতের কারনে আগুন ছড়ায় নি । তবে এই দুর্ঘটনায় গোডাউনে প্রায় লক্ষাধিক টাকার প্লাইউড ভষ্মীভূত হয়ে গেছে বলে ব্যাবসায়ি সুত্রে জানা গেছ।
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান শর্ট সার্কিটে আগুন লাগে।
Author: ekhansangbad
Post Views: ৮২