পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভায় অবৈধ নির্মাণকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর।। স্থানীয় সূত্রে জানা গেছে, এগরা পুরসভার অধীনস্থ ৬ নং ওয়ার্ডের কৃষ্ণসাগর পুকুর পাড় সংলগ্ন এলাকায় প্রবীণ নাগরিক দের জন্য তৈরী পার্কের জায়গা দখল করে তৃণমূলের কার্যালয় তৈরী হচ্ছে অভিযোগ করলেন খোদ তৃণমূল পরিচালিত এগরা পুরসভার পুরপ্রধান স্বপন কুমার নায়ক।
তিনি জানিয়েছেন, ২০১৬ সালে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তরফে এগরা পুরসভাকে এই জায়গা দেওয়া হয়েছিল। কিন্তু সেই জায়গায় এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় শঙ্কর পাল প্রভাব খাটিয়ে বেআইনিভাবে তৃণমূলের কার্যালয় নির্মাণ করছেন বলে অভিযোগ। এ বিষয়ে এগরা পুরসভার পুরপ্রধান এগরা থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। তবে এগরা শহর তৃণমূলের সভাপতি উদয় শঙ্কর পাল জানিয়েছেন, এটা সম্পূর্ণ ভুল তথ্য।
আমি জেলা পরিষদের কাছ থেকে গৃহ নির্মাণ করার অনুমতি নিয়েই এই ঘর নির্মাণ করছি। যদি কোনো আইনি জটিলতা থাকে সেক্ষেত্রে আমরাও তৃণমূলের পক্ষ থেকে আইনি লড়াইয়ে যেতে প্রস্তুত রয়েছি।