পঞ্চায়েত নির্বাচনের আগের দিন থেকে উত্তপ্ত হয়ে উঠল এগরা বিধানসভার অন্তর্গত এগরা এক নম্বর ব্লকের কসবা অঞ্চলে বিভিন্ন জায়গা।
বিভিন্ন সুত্রে খবর আসছে এলাকায় এলাকায় তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনা ঘটছে। এই সংঘর্ষে দুপক্ষের আহত ১১ জন আহত হয়েছে।
জানা গেছে রাজনৈতিক কথাবার্তা থেকে কথা কাটাকাটি নিয়ে উত্তেজনা ছড়ায় তারপরেই মারামারি এতটাই উত্তপ্ত হয় সামাল দিতে হয় প্রশাসনকে। প্রশাসনের সহযোগিতায় বর্তমানে নিয়ন্ত্রণে পরিস্থিতি ।
তৃণমূল নেতা শান্তনু নায়ক জানান পায়ের নিচে বিজেপির মাটি নেই বলে তারা এই গন্ডগোল করছে।উত্তপ্ত করছে তৃণমূল কর্মীদের।
এই বিষয়ে বিজেপি নেতা অরূপ দাস জানান মানুষ এখন আর তৃণমূলকে চাইছে না। তৃণমূলের নেতারা তা বুঝতে পেরেছেন সেই কারণে তৃণমূলের নেতারা কিছু দুষ্কৃতি এনে এইসব কাজ করছে তার জবাব দেবে মানুষ ভোটের দিন। ১১ জুলাই গণনাতে বুঝতে পারবে যে এই মারামারি উত্তপ্ত করার ফল কি হয়