কেন্দ্রীয় বাহিনী দিয়ে এলাকা নিরাপত্তার মোড়কে ঢাকার পরেও পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লকের মুন্ডমারি বুথের কাছে বোমাবাজীর ঘটনা ঘটলো।
শান্তিপূর্ণ নির্বাচনে বিঘ্ন ঘটাচ্ছে তৃণমূল বলে অভিযোগ করলো বিজেপি। পাল্টা তৃণমূলের অভিযোগ বিজেপির কিছু দুষ্কৃতী বোমাবাজি করে অশান্তির বাতাবরণ তৈরি করছে।
কাঁথি দেশপ্রাণ ব্লকের ১৯৩ নম্বর মুণ্ডমারি বুথে ভোট গ্রহণ চলাকালীন কিছু দূরে বোমাবাজির ঘটনা ঘটে । বেশ কিছু দুষ্কৃতী প্রায় ১০-১৫টা বোম মারে । এর জেরে বেশ কিছু ভোটার আতঙ্কে ঘর থেকে বেরোচ্ছেন না বলে অভিযোগ।
বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিতা দুষ্কৃতীরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে। হারের ভয়ে এই কান্ড ঘটাচ্ছে।
অপরদিকে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদের প্রার্থী তরুণ জানা এসে বলেন বিরোধীরা বোমাবাজি করে ভোট বানচাল করার চেষ্টা চালাচ্ছে কিন্তু কোন কাজ হবে না। কেন্দ্রীয় বাহিনী ও প্রচুর পুলিশ আছে, মানুষজন ঠিক বেরিয়ে ভোট দান করবেন। তরুন বাবু আরো অভিযোগ করেন বিজেপি বহিরাগতদের জড়ো করেছিলো। তাদের দিয়ে এই কান্ড ঘটাচ্ছে।