হুগলির গোঘাটে ভোট পরবর্তী হিংসায় আতংক ছড়িয়েছে এলাকায়।বিরোধী বিজেপি ও শাসক তৃনমুল সংঘর্ষে উত্তেজনা সন্তা এলাকায়।লাঠি বাঁশ দিয়ে হামলার অভিযোগ একে অপরের বিরুদ্ধে।
জানা গেছে সংঘর্ষের জেরে আহত উভয়পক্ষের বেশ কয়েকজন।পরিস্থিতি সামাল দিতে এলাকায় প্রচুর পুলিশ মোতায়ন করা হয়েছে।এই সংঘর্ষের ঘটনায় এখনো অবধি দুইনপক্ষের আটক ৮ জনকে আটক করেছে পুলিশ।
জানাগেছে, ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর থেকেই চাপা উত্তেজনা তৈরি হয় গোঘাটের সন্তা এলাকায়।
বিজেপির অভিযোগ, গতকাল রাতে হঠাৎ করে তৃনমুলের দলবল লাঠি বাঁশ নিয়ে গ্রামে ঢুকে অতর্কিত হামলা চালায়।গ্রামের মানুষ তার প্রতিরোধ গড়ে তোলে।
যদিও তৃণমূলের পাল্টা দাবি গোঘাটের বিজেপি বিধায়কের উস্কানিতে তৃণমূলের উপর চড়াও হয় বিজেপির লোকজন।
Author: ekhansangbad
Post Views: ১০৬