Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

পুলিশের জুলুমবাজী:রাজ্য সড়ক অবরোধ শিব ভক্তদের ।

প্রদীপ কুমার মাইতি :- উচ্চস্বরে লাউড স্পীকার বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে শিব ভক্তরা। পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে শিব ভক্তরা। তারপরেই পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাইতে কাঁথি- বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিব ভক্তরা ।ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার বালিঘাই বিডিও অফিস সংলগ্ন এলাকায়।

শ্রাবন মাসে হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়। সেই রীতি মেনে সোমবার বেলার দিকে পূর্ব মেদিনীপুরের এগরা ২ ব্লকের বেতা- দুবদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে যাওয়ার সময় দোঁবাধিতে পুলিশ তাদের পথ আটকায়। লাউড স্পিকার আটক করে এগরা থানার পুলিশ। ভক্তরা বাধা দিতে চাইলে এগরা থানার পুলিশ সবার ওপর লাঠি চার্জ করে বলেই অভিযোগ। এমনকি ৫০ হাজার টাকা থানায় দিলে তবেই লাউড স্পিকার ছাড়া হবে এমনটা অভিযোগ আনলেন ভক্তরা।

প্রায় ১ ঘন্টা কাঁথি- বেলদা রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখে ভক্তরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ভক্তরা। এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News