পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘা সবস্ময়ে বাঙ্গালীদের কাছে কম খরচে বেড়াতে যাওয়ার প্রিয় ডেস্টিনেশন।
একদিকে উইকএন্ড, আবার অন্যদিকে টানা দুই দিনের সমুদ্র শহর দিঘায় এখন উপচে পড়া ভিড় ।
মুসলিমদের পরব মহরমের ছুটি আবার অন্যদিকে শনি ও রবিবার উইকেন্ড এর ছুটি, এই দুই ছুটির আনন্দ উপভোগ করছে পর্যটকরা।
প্রকৃতি মুখ ভার করে রাখলেও সমুদ্রস্নানের মেতে উঠেছেন বিভিন্ন জায়গার থেকে আসা পর্যটকরা। বিগত কয়েকদিন ধরেই সমুদ্র উত্তল থাকার দরুন সমুদ্র স্নানে ছিল নিষেধাজ্ঞা। শনিবার সমুদ্র অনেকটাই শান্ত তাই সমুদ্র স্নানে মেতে উঠেছে পর্যটকরা।
পুরানো দিঘা থেকে নতুন দিঘা সমুদ্র বিচে শুধুই মানুষের ঢল। দিঘার বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানগুলোতেও মানুষের ভিড়। যা ছিল চোখে পড়ার মতোই।
Author: ekhansangbad
Post Views: ১১৯