Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

বিদ্যুৎ কর্মীদের উপর হামলা পাঁশকুড়ায় ।

মহরমের দিনই মারখেলো পাঁশকুড়া ইলেকট্রিক বিভাগের কর্মীরা।মেছোগ্রাম সাবস্টেশনের মোবাইল ভ্যানের কর্মীদের ওপর মারধোরের ঘটনা ঘটলো।জানাগেছে,আজ শনিবার বিকেল প্রায় ৪ টে নাগাদ ঘটনাটি ঘটে।আজ মহরম উপলক্ষে রাস্তার ওপর ইলেকট্রিক তার সরানোর কাজে বেরিয়েছিলো মোবাইল ভ্যানের কর্মীরা।

সেইসময় পাঁশকুড়া থানার সাতটিকটি গ্রামের তাজিয়া কমিটির তাজিয়া নিয়ে আসার সময় মহৎপুর গ্রামে আক্রমন চালায় বেশকয়েকজন দুস্কৃতি।কেউ ঘুসি,লাঠি এমনকি কাঠারী দিয়েও আক্রমন চালায় বলে অভিযোগ।এই ঘটনায় ১০ জন বিদ্যুৎকর্মী জখম হন।এরমধ্যে ২ জনের আঘাত গুরুতর।

আহত বিদ্যুৎ কর্মী রাজুদেব গোস্বামী ও লক্ষ্মন জানা অভিযোগ করেন।সাতটিকরি গ্রামের তাজিয়া আসার জন্য রাস্তার ওপর বিদ্যুতের তার সরানোর কাজে গিয়েছিলেন।সেইসময় অতর্কিত আক্রমন করে কয়েকজন দুস্কৃতি,তাদের বলাহয় রাস্তার ওপর যত ইলেকট্রিকের তার রয়েছে সব কাটতে হবে পাশাপাশি হাইটেনশন লাইনের তারও কেটে দিতে হবে।এই কথা বলার পরই কিল ঘুসি,লাঠি এমনকি ধারালো বস্তু দিয়েও আক্রমন করা হয় বলে অভিযোগ।

এই ঘটনায় পাঁশকুড়া বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পাঁশকুড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।এই ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News