Select Language

[gtranslate]
৯ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ২৫শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মেডিকা সুপার স্পেশালিটি হসপিটালে মাতৃ দুগ্ধ দিবস পালন ।

ইন্দ্রজিৎ আইচ :- মেডিকা সুপার স্পেশালিটি হসপিটাল বাইপাসের ধারে এক হোটেলে আয়োজন করেছে ২ ও ৩ এই দুদিনের বেস্ট ফিডিং অ্যান্ড কঙ্গারু মাদার কেয়ার ওয়ার্কশপ । সারা পৃথিবীতে ১ থেকে ৭ আগস্ট, সাত দিনধরে পালিত হচ্ছে সারা পৃথিবী মাতৃ দুগ্ধ দিবস পালন অনুষ্ঠান। মেডিকা হসপিটাল ও ইউনিসেফ এর যৌথ উদ্যোগে আজ দুদিনের ওয়ার্কশপে ৪০ জন অংশ নিয়েছে। সিনিয়র নার্সিং প্রফেসনাল ও পেডিয়াট্রিক মেডিক্যাল এডুকেশন এর পারুল দত্ত জানালেন ১৯৯২ সাল থেকে সারা পৃথিবীতে প্রতি বছর এই মাতৃ দুগ্ধ দিবন পালন হয়ে আসছে ১ থেকে ৭ আগস্ট ।
মূলত মায়েদের শিশুকে মাতৃ দুগ্ধ পানের সচেতনতা বাড়াতে মেডিকার এই উদ্যোগ। প্রতি বছর তারা এই উদ্যোগে পালন করে আসছে। আজ সেমিনার ও সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ হেলথ অফিসার ড: বন্দনা পি ভাটিয়া, মেডিকার জয়েন্ট মেডিকা র ডিরেক্টর অয়নাভ দেবগুপ্ত, উদয়ন লাহিড়ী, এন আর এস মেডিক্যাল কলেজ এর নিওনেটাল বিভাগ এর প্রধান ড: বিজন সাহা ও ড: নিকোলা জুডিথ ফ্লিন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News