বুধবার ডুয়ার্সের চালসা সংলগ্ন মহাবারি এলাকার রেল লাইনের পাশে একটি ঝোপের মধ্যে অজগরটিকে দেখতে পায় স্থানীয় জনগণ।অজগরটি লম্বায় প্রায় ১৭ ফিট ।এলাকাটির পাশেই রয়েছে চাপড়ামারী জঙ্গল। ওই জঙ্গল থেকেই অজগরটি ওই এলাকায় আসতে পারে বলে বাসিন্দাদের অনুমান। খবর দেওয়া হয় চালসার সর্বপ্রেমী দিবস রাইকে।
তিনি এসে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অজগরটিকে উদ্ধার করে। পরে খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে অজগরটিকে খাঁচা বন্দি করে নিয়ে যায়। অজগরটি সুস্থ থাকায় এদিনই সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়।
Author: ekhansangbad
Post Views: ১১০