প্রদীপ কুমার মাইতি :- পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর এক ব্লকের কোটবাড় গ্ৰাম পঞ্চায়েত এলাকার শ্যামচক গ্রাম থেকে এক বিরল প্রজাতির হাঁস উদ্ধার হল। উদ্ধার করলো এলাকার ছেলেরা। এক শিকারীকে দেখে সন্দেহ হয় ছেলেদের। শিকারীকে তাড়িয়ে খাল সংলগ্ন একটি পুকুর থেকে জাল দিয়ে হাঁসটিকে ধরে তারা। তারপর খোঁজ মেলে দশটি ডিমের। সাধারণ হাঁসের তুলনায় এটি ছোট ও অন্যরকম।
এলাকার পঞ্চায়েত সদস্য বিভাস চন্দ্র সাঁই বিষয়টি জানার পর বন দফতরে যোগাযোগ করেন। বন দফতরের কর্মীরা এলে, তাদের হাতে ডিম সহ হাঁসটিকে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের জেলা সদস্য নিতাই চরন পাত্র। তিনি বলেন, সম্ভবত এটি Lesser Whistle Duck.Dendrocygna Javanica প্রজাতির হাঁস। দক্ষিণ পূর্ব এশিয়া ও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে বিশেষত আন্দামান, মালাবার প্রভৃতি দ্বীপে দেখা যায়। খেজুরীর বন বিভাগের হাতে হাঁসটি দেওয়া হয়েছে। হাঁসটিকে কোন বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন বন দফতরের কর্মীরা।