অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সংস্থার বর্ষপূর্তি ও স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হল।
খেজুরী-১ ব্লকের বীরবন্দর পঞ্চায়েতের দেউলপোতায় উলুবেড়িয়ার সঞ্জীবন হাসপাতাল ও ব্লাড সেন্টারের সহযোগিতায় রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। অভিন্ন-এর রক্তদান শিবিরে ৮জন মহিলা সহ মোট ৫৩জন রক্তদাতা রক্তদান করেন পাশাপাশি ৩৫জন পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষা করান।
এদিনের এই শিবিরের উদ্বোধন করেন রবীন্দ্র গবেষক ড. প্রবালকান্তি হাজরা, এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেজুরী ইতিহাস সংরক্ষণ সমিতির সভাপতি পার্থসারথী দাশ, শিক্ষারত্ন স্বপন কুমার মণ্ডল প্রমুখ।
সংস্থার সভাপতি ভীষ্মদেব দাশ, সম্পাদক দীপ্তার্ঘ্য মহাপাত্ররা জানান, অভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার বর্ষপূর্তি ও স্বাধীনতা দিবসকে উপলক্ষ করে বর্ষাকালীন রক্তসংকট মেটাতে এই শিবিরের আয়োজন। তাছাড়া ডেঙ্গুর প্রকোপ বাড়ছে যার ফলে রক্তের প্রয়োজন রয়েছে। রক্তের ঘাটতি মেটাতে এই উদ্যোগ।