Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

দেশপ্রাণ মহাবিদ্যালয়ে কন্যাশ্রী দিবস পালন।

পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ মহাবিদ্যালয় এর পক্ষ থেকে দশম কন্যাশ্রী দিবস পালন করা হয়, মেয়েরা সাইকেল র‍্যালি এবং পদ যাত্রার মাধ্যমে কন্যাশ্রী দিবস পালন করা হয় ।এই কন্যাশ্রী দিবসে প্রায় হাজার ছাত্রীরা অংশগ্রহণ করে। এছাড়া যুবশ্রীর প্রায় ৫০০ জন ছাত্ররা এই র‍্যালিতে যোগদান করে।পুরো র‍্যালিটি সহযোগিতা করে কলেজের ছাত্র সংসদ।

এই র‍্যালিতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক মোঃ ওমর, নির্মল বর্মন, শুভজিৎ সিং, নোটন সিং, কলেজ পরিচালনা কমিটির সদস্য সৌম্য মাইতি, এছাড়া শিক্ষক শিবপ্রসাদ মাইতি, সঞ্জয় বেরা, পারমিতা বেরা,রুমালী সাহু, অর্চনা পন্ডা, চিত্রলেখা সি, শিউলি খাটুয়া। ছাত্র সংসদের পক্ষ থেকে ছিল অরণ্য বর, শেখ জাবেদ, ইউনিট সভাপতি নিমাই দাস, শেখ জালাল, শেখ মুন্না, প্রত্যুষা পাত্র, অনুষ্কা অধিকারী ,কৃষ্ণা দাস ,সৌরভ কর, নিতাই বারিক, অন্যান্য জন, কলেজ গেটের কাছ থেকে এই র‍্যালিটি বেরোয় এবং ১১৬ বি জাতীয় সড়ক ধরে দুরমুঠ গ্রামে প্রদক্ষিণ করে এই র‍্যালিটি কলেজে আবার শেষ হয়।

র‍্যালি শেষে প্রথম বর্ষের ছাত্রী প্রত্যুষা পাত্র বলেন স্বতঃস্ফূর্তভাবে আজকের এই র‍্যালিতে কন্যাশ্রী দিবস পালন করার জন্য হাজার খানিক ছাত্রী অংশগ্রহণ করে ।ধন্যবাদ জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যিনি মেয়েদের কথা ভেবে তাদের পড়াশোনার কথা ভেবে এই কন্যাশ্রী প্রকল্পটি চালু করেছেন যাতে অনেক ছাত্রী আরো বেশি পড়াশোনা করে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read