পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানা এলাকায় বেশ কিছুদিন ধরে বাইক চুরি ঘটনা ঘটছে।বহু অভিযোগ জমা হয়েছে থানায়।
অভিযোগ পাওয়ার পরে জেলা পুলিশ তদন্তে নেমে কাঁকটিয়া থেকে চুরি যাওয়া ৭টি বাইক উদ্ধার করেছে। সেই সাথে ঘটনায় যুক্ত ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।ধৃতরা হল অনিমেষ মই,
নারায়ণ মণ্ডল, প্রসেনজিৎ মাইতি ও
কার্তিক প্রামাণিক।
শনিবার সাংবাদিক বৈঠক করে সাফল্যের কথা জানান এডিএসপি এম এম হাসান। তিনি বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা একটি দল তৈরি করে তদন্ত শুরু করি। তদন্তে নেমে পুলিশ চুরি যাওয়া বাইক উদ্ধারের সাথে চারজনকে গ্রেপ্তার করেছে।তিনি বলেন এই চক্রের সাথে আরও কেউ যুক্ত রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য নিজেদের হেফাজতে আবেদন জানানো হবে।।
Author: ekhansangbad
Post Views: ২৫২