Select Language

[gtranslate]
১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

মহিষাদল রাজ কলেজে মেগা রক্তদান শিবিরে ৩৫০ জনের রক্তদান ।

তৃণমূল ছাত্রপরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে এবং ব্লাড ব্যাংকগুলির রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির হয় ২২ আগস্ট মঙ্গলবার ।বিগত বছরগুলির ন্যায় এ বছরও ছাত্র পরিষদ আয়োজিত রক্তদান শিবির হয়। রক্ত সংগ্রহ করে তমলুক ব্লাড ব্যাংকের ডাক্তার ও টেকনিসিয়ানগণ।

কলেজের সামনে মনীষীদের মাল্যদানে ও প্রদীপ প্রজ্বলনে রক্তদান শিবিরের উদ্বোধন করেন মহিষাদল রাজ কলেজ পরিচালন সমিতির সভাপতি বিধায়ক তিলক কুমার চক্রবর্তী। ছিলেন রাজ কলেজের অধ্যক্ষ ড : গৌতম কুমার মাইতি, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভানেত্রী শিউলি দাস , মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: সারুক আজাদ , জেলা পরিষদের দুই নবনির্বাচিত সদস্য মানস কুমার পন্ডা ও পূর্ণেন্দু জানা, অধ্যাপক সমীর কুমার পাত্র, শুভময় দাস, জয়ন্ত কুমার দে, শিক্ষা কর্মচারী সমিতির সম্পাদক এবং গভর্নিং বডির সদস্য বিশ্বজিৎ ঘোষ, লক্ষ্যা ২ পঞ্চায়েত প্রধান সুদর্শন মাইতি, মহিষাদলের বিশিষ্ট সমাজসেবী ছবিলাল মাইতি প্রমুখ। ৩৫০ জন রক্তদান করেন। পরিবেশের দূষণ রুখতে প্রতি রক্তদাতার হাতে একটি করে চারাগাছ তুলে দেওয়া হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read