পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি এক ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধানরা বুধবার দায়িত্বভার গ্রহণ করলেন।
এদিন দুপুরে হৈপুর,বাদলপুর, দুলালপুর, এবং মাজলাপুর গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধানগন দায়িত্ব নিলেন।
হৈপুর পঞ্চায়েত বিদায়ী প্রধান ছায়া মাইতি দায়িত্বভার বুঝিয়ে দেন নবনির্বাচিত প্রধান অশোক সামন্তকে। বাদলপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান গণেশ মাহাকুর দায়িত্বভার বুঝিয়ে দেন সুদেষ্ণা ঘোষকে। দুলালপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান সুপ্রভাত নায়ক দায়িত্বভার বুঝিয়ে দেন সুস্মিতা সেন দেকে এবং মাজলাপুর গ্রাম পঞ্চায়েতের বিদায়ী প্রধান অপর্ণা মাইতি দাস দায়িত্বভার বুঝিয়ে দেন নবনির্বাচিত পঞ্চায়েত প্রধান প্রদীপ কুন্ডুকে।
উল্লেখ্য হৈপুর,দুলালপুর, মাজিলাপুর পঞ্চায়েত দখল করে বিজেপি। বাদলপুর দখল করে তৃণমূল। দায়িত্বভার দেওয়া এবং নেওয়া কে কেন্দ্র করে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং পঞ্চায়েত অফিসে দলীয় কর্মী সমর্থকদের ভিড় চোখে পড়ার মতো ছিল।