আগামী ২৮ আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ কাঁথি প্রভাত কুমার কলেজ তৃণমূল ছাত্র পরিষদের আয়োজনে একটি প্রস্তুতি সভা হয়।
প্রস্তুতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক । এই সভায় ভার্চুয়াল ভাবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃনাঙ্কুর ভট্টাচার্য্য , রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সহ-সভানেত্রী রুমানা আক্তার।উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শতদল বেরা, পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান, কাঁথি পৌরসভার পৌর পিতা সুবল মান্না ,রায়পুর পশ্চিমবার অঞ্চলের প্রধান জাহিরুন বিবি।। এছাড়া উপস্থিত ছিলেন কাঁথি পৌরসভার কাউন্সিলর আলিম আলী খান, নিত্যানন্দ মাইতি, অতনু গিরি।
এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঁথি প্রভাত কুমার কলেজ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, কাঁথি শহর তৃণমূল ছাত্র পরিষদের আহবায়ক সেক ইমরান।
বক্তারা তাঁদের ভাষনে ছাত্রদের আহ্বান জানান সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ-তার সরকারের উন্নয়নের ছবিটা আরো বেশী করে তুলে ধরতে