পূর্ব মেদিনীপুর জেলার খেজুরিতে হাড় হিম করা ডাকাতির ঘটনা ঘটে গেল বৃহস্পতিবার গভীর রাতে। গৃহকর্তীর হাত পা মুখ বেঁধে ধারালো অস্ত্র ঠেকিয়ে লুট করে নিল সর্বস্ব। শুক্রবার সকালে ঘটনা জানাজানি হতেই এলাকায় সৃষ্টি হয়েছে আতঙ্ক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে খেজুরি দুই ব্লকের মুরলিচক গ্রামে।
এই গ্রামের সাধন প্রামাণিকের বাড়িতে বৃহস্পতিবার রাতে তিন ডাকাত ঘরে ঢুকে। সাধন বাবু কর্মসুত্রে উড়িষ্যায় থাকেন,বাড়িতে ছিলেন না সেই কারণে তার স্ত্রী কাকলি প্রামাণিক বাড়িতে ছিলেন। হঠাৎ করে তিন দুষ্কৃতকারী ঢুকে পড়ে কাকলি দেবীর হাত পা মুখ চোখ বেঁধে ফেলে। তারপর গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে ধনসম্পত্তি কোথায় আছে জিজ্ঞেস করতে থাকে। আলমারির চাবি দেওয়ার জন্য জোরাজুরি করতে থাকে। চাবি দিতে দেরি হলে বেধড়ক মারধর করে বলে জানা গেছে।
কাকলি দেবী জানিয়েছেন আলমারির চাবি নিয়ে আলমারি খুলে নগদ ৫০০০ টাকা,একটি সোনার আংটি,একটি নোয়া এবং গলার চেন নিয়েছে। তারপরেও আরো সোনার গয়না কোথায় রেখেছে জিজ্ঞেস করতে থাকে। তার উত্তরে কাকলি দেবী জানিয়েছিলাম ব্যাংকে বন্ধক রেখে জমি কেনা হয়েছে। সেই কারণে সোনার গয়না বাড়িতে নেই। এই কথাকে আমল না দিয়ে ডাকাত দল মনে করে মাটির নিচে সোনার গহনা পুতে রাখা আছে। সেই কারণে তারা ঘরের ভেতর মাটি খুঁড়তে শুরু করে। কোন কিছু না পেয়ে তিনজনের ডাকাত দল বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় বোম ফাটিয়ে বেরিয়ে যায়।
কাকলি দেবী আরো জানিয়েছেন তিনজনের মুখ কাল কাপড় দিয়ে ঢাকা ছিল। এই ঘটনায় পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে।