প্রদীপ কুমার সিংহ:- সোনারপুর থানা অন্তর্গত লাঙ্গলবেড়িয়া সমবায় কৃষক উন্নয়ন সমিতি গ্রাহকদের টাকা তছরূপ করছে এই অভিযোগে বারুইপুর বাইপাসে পথ অবরোধ করলো গ্রাহকেরা। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করার পর বারুইপুর থানা ও সোনারপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং গ্রাহকদের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করে।
গ্রাহকেরা পথ অবরোধ করার ফলে স্কুল কলেজের পড়ুয়া,সাধারন মানুষ,বাস যাত্রীরা আটকে পড়ে পড়ে।
অবরোধকারীদের সাথে কথা বলে পুলিশ জানতে পারে লাঙ্গলবেরিয়া সমবায় সমিতিতে বহুদিন ধরে টাকার তছরূপ হচ্ছে ।এই নিয়ে গ্রাকহরা প্রশাসনের কাছে বহু বার জানানোর পরেও কোন সুরাহা না হওয়ায় প্রতিবাদে নেমেছেন তারাপরেও কোন সূরাহা না হওয়াতে পথ অবরোধ করেছে।
পুলিশ সমস্ত অভিযোগ খতিয়ে দেখে ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দেয় পুলিশ
Author: ekhansangbad
Post Views: ১৫৫