ইন্দ্রজিৎ আইচ :- ঐতিহ্যবাহী গোবরডাঙ্গার অন্যতম নাট্য দল গোবরডাঙ্গা নাবিক নাট্যম বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন। সকালে দলের 20 জন কচিকাচা মিলে প্রায় ৪০০ জন মানুষকে রাখি পরালেন। উপস্থিত ছিলেন দলের সভাপতি শ্রাবণী সাহা তৎসহ উপস্থিত ছিলেন দলের অন্যান্য সদস্য ও সদস্যাবৃন্দ । দুপুরে হৃদয়া সোসাইটির আহবানে পরিবেশিত হলো নাটক ” ফিরে দেখা আজাদী ” নির্দেশনায় অবিন দত্ত। সান্ধ্যকালীন অনুষ্ঠান পালিত হল নাচ,গান, আবৃত্তি,একক অভিনয় এর মাধ্যমে। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন নীল, রুমকি, পাপিয়া,রনি নীলাদ্রি, প্রসেনজিৎ, অরিজিৎ,রাজেশ, ঐশ্বিনী, ঋষিতা, ঈপ্সিতা, বর্ষা , অনিরুদ্ধ, এছাড়া উপস্থিত ছিলেন সুব্রত কর্মকার, সুপর্ণা সাধুখাঁ, শর্মিষ্ঠা সাধুখাঁ, প্রদীপ কুমার সাহা, অবিন দত্ত, রাখি বিশ্বাস, অশোক বিশ্বাস, প্রমুখ। নাট্যনির্দেশক জীবন অধিকারী রাখি বন্ধনের তাৎপর্য ব্যাখ্যা করেন। একে অপরের হাতে রাখি বন্ধনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন দলের সভাপতি শ্রাবণী সাহা।