মৃত্যুর পর চোখের কর্নিয়া দান করে মহানুভবতার পরিচয় দিল পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের হরশংকর গ্রামের প্রামানিক পরিবার।
শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে নিরঞ্জন প্রামাণিকের মৃত্যু হয়।স্থানীয় বিশিষ্ট সমাজসেবী প্রশান্ত প্রামানিক নিরঞ্জন প্রামাণিক এর পরিবারের সকলকে কর্নিয়া দানের জন্য উৎসাহিত করেন।
প্রশান্ত বাবু উৎসাহ প্রদানে উৎসাহিত হয়ে পরিবারের লোকেরা নিরঞ্জন প্রামাণিকের দুটি কর্নিয়া চান করতে আগ্রহী হন।চৈতন্যপুর নেত্র নিরাময় কেন্দ্রে খবর দিলে সেখানকার চিকিৎসকগণ এসে দুটি কর্নিয়া সংগ্রহ করে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক সাড়া পড়েছে বলে জানা গেছে। প্রশান্ত বাবু বলেন এই দুটি কর্নিয়াতে দুজনের দৃষ্টি ফিরে পাওয়ার সম্ভাবনা থাকছে।
Author: ekhansangbad
Post Views: ১১৮