দূর্গা পুজার আর মাত্র এক মাস বাকি।এলাকাবাসীর দাবি মেনে তার আগেই সৈকত শহর দিঘা থেকে শৌলা অবধি সৈকত সরনীর তালগাছাড়ী ২ পঞ্চায়েত এলাকার অন্তর্ভুক্ত এলাকায় দুই ধারে চালু হয়ে গেল পথবাতি।এর ফলে এলাকায় সমাজ বিরোধীদের কার্যকলাপ কমার পাশাপাশি পর্যটকদের রাত্রে এই পথ দিয়ে যেতে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার চাহিদা বাড়বে বলে মনে করছেন স্থানীয়রা।
কয়েকদিন আগেই নদীয়ার এক তৃতীয় বর্ষের ছাত্রীর অর্ধ নগ্ন মৃতদেহ চাঁদপুরে সমুদ্র পাড়ে বোল্ডার বাঁধে পাওয়া যায়।সেই সময় অভিযোগ করা হয়েছিলো এই এলাকা অন্ধকার থাকায় সন্ধ্যা হলেই সমাজ বিরোধীদের আনাগোনা বাড়ছে।সেই সাথে অভিযোগ করা হয় সন্ধ্যার পরে পর্যটকেরাও আর সাহস করে এই দিকে আসেনা।পথবাতি চালু হয়ে যাওয়ায় এবার সেই সমস্যা মিটবে বলেই মনে করছেন স্থানীয়রা।
রামনগর এক নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি বিশ্বজিৎ জানা জানিয়েছেন মানুষের দাবি মেনে এবং দিঘা-মান্দারমনি সহ অন্যান্য সৈকত শহর গুলিকে পর্যটকদের কাছে আকর্ষনিয় করে রাখতে সৈকত সরনীর এই এলাকায় রাস্তার দুই ধারে পথবাতি বসানো হয়েছে।
তিনি জানিয়েছেন বালিসাই থেকে বোধড়া,বালিসাই থেকে চাঁদপুর এবং জলধা থেকে তাজপুর এলাকা আলোতে মুড়ে দেওয়া হয়েছে।