পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর দুই ব্লকের বাঁশির উত্তর পল্লীতে ঢালাই রাস্তার নির্মাণের সূচনা হলো।
রবিবার দুপুরে ঢালাই রাস্তার কাজের সূচনা করেন জেলা সভাধিপতি তথা বিধায়ক উত্তম বারিক।উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধক্ষ্য মানব পড়ুয়া, স্থানীয় নেতৃত্ব মিহির ভৌমিক,অমিকেশ মান্না সহ অন্যান্য বিশিষ্ট লোকজন।
Author: ekhansangbad
Post Views: ১৯৪